আযানের আওয়াজ কমানোর কী ব্যাখ্যা দিলেন সৌদি আরব? - জাহান বাংলা ২৪
আযানের আওয়াজ কমানোর কী ব্যাখ্যা দিলেন সৌদি আরব? - জাহান বাংলা ২৪


জনগণের অভিযোগের প্রেক্ষিতে মসজিদের মাইকের আওয়াজ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরবের রাজ, আযানের আওয়াজ কমানোর নির্দেশ দিয়েছেন। 

আযানের সময় আযানের শব্দ এক তৃতীয় অংশ ব্যবহার করা যাবে বলে নির্দেশ দেয় সৌদি আরব। এবং কি আযানের শেষে মাইক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

এই বিষয় নিয়ে সোস্যাল মিডিয়া অনেক কথা বা সমালোচনা করা হয়েছে। রক্ষনশীল দেশটিতে বিষয়টি ধর্ম চর্চা হস্তক্ষেপ বলে আক্ষায় দেন।

সোমবার সৌদির ধর্মমন্ত্রী, আব্দুল লতিফ আল শেখ বলেন, যারা নামজ পড়ে তারা আযানের অপেক্ষায় বসে থাকে না। তারা সময় দেখে নামাজ পড়তে আসবেন। শিশু ও অসুস্থদের ঘুমের সমস্যা হয় এমন অভিযোগের কারণে মাইকের শব্দ কমানোর নির্দেশ দেন বলে জানায় তিনি।


শেয়ার করুন