টিকটক-লাইকি বন্ধের দাবিতে ঝিনাইদহায় মানববন্ধন - জাহান বাংলা ২৪
টিকটক-লাইকি বন্ধের দাবিতে ঝিনাইদহায় মানববন্ধন - জাহান বাংলা ২৪


উঠতি বয়সীদের নষ্ট করছেন এই টিকটক,লাইকি। এতে করে উঠতি বয়সী ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছে। উঠিত বয়সী ছেলেমেয়েদের রক্ষায় দ্রুত টিকটক, লাইকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঝিনাইদহেয় মানববন্ধন হয়েছে।

টিকটক-লাইকি বন্ধের দাবিতে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আজ (৭ জনু) সোমবার এক মানববন্ধন আয়োজন করেন।

বেশ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলেন। বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রর আযোজনে এই মানববন্ধন চলাকালীন বক্তব্য বলেন, দেশের উঠতি বয়সী ছেলেমেয়েদের রক্ষার জন্য যত দ্রুত সম্ভব টিকটক-লাইকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এই টিকটক-লাইকি এবং এই ধরণের প্যাটফ্যাম গুলোর কারণে অনেক ধরণের অপরাধ হচ্ছে। তা আমাদের আবেদন এই গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।


শেয়ার করুন